বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কোনাবাড়িতে অটোরিক্সাচালক হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার 

গাজীপুর প্রতিনিধি

কোনাবাড়িতে অটোরিক্সাচালক হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার 

গাজীপুরের কোনাবাড়িতে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কোনাবাড়ি আমবাগ এলাকা থেতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হচ্ছেন, আমাগ এলাকার আজহার আলীর ছেলে আশিক বাবু ও আমবাগ পুর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলের আরাফাত হোসেন রাহাত। গতাকল জিএমপি কার্যালয়ে প্রেসব্রিফিং এ গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। 

পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মোটরসাইকেল ও অটোরিক্সার ধাক্কা লাগলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে অটোরিক্সাচালক মাসুদ রানাকে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা। 

ঘটনার পর রিক্সাচালককে হত্যার প্রতিবাদ ও বিচারদাবিতে বিক্ষোভ মিছিল করেছে অটোরিক্সা চালকরা। নিহত অটোরিক্সা চালক মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।  

নিহত মাসুদ রানার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে জিএমপি কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্র্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান, জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান । 

টিএইচ